পিএইচপি মৌলিক
Types of data in PHP
PHP-তে আপনি Variable এর মান বা ভ্যালু হিসেবে যে ডাটা প্রদান করবেন তাকে কয়েকটি টাইপে ভাগ করা হয়। এগুলো PHP এর ইন্টার্নাল ডাটা সিস্টেম। যেমন:–
NULL
bool
int
(integer number বা পূর্ণসংখ্যা)float
(floating-point number বা ভগ্নসংখ্যা)string
array
object
resource
PHP-র পরিচিতিতে আগেই জেনেছেন, এটি একটি dynamically typed language, যার অর্থ; PHP-তে Variable এর ধরণ বা টাইপ বলে দেয়ার প্রয়োজন পড়ে না। Variable এর মান বা ভ্যালু দেখে runtime-এ PHP dynamically নিজেই ডাটা টাইপ নির্ধারণ করে দেয়। অবশ্য type declarations বা type casting-র সাহায্যে আপনি চাইলে ডাটা টাইপটি সেট করে দিতে পারেন।
Non-initialized variable concept
খেয়াল রাখবেন, Variable এর মান এসাইন করা বা initialize করাটা জরুরি নয়। Variable এর মান সেট না করেও Variable declare করা যায়। তখন সেটি হয়, Uninitialized variable। সেক্ষেত্রে আপনি Variable এর টাইপ পাবেন NULL
এবং সাথে আপনার সার্ভার সেটআপ অনুযায়ী Warning: Undefined variable
এমন মেসেজও দেখতে পারেন।
<?php
$name;
var_dump($name); // NULL
<?php
$name;
var_dump($name); // NULL
তবে আপনি যদি type casting-র সাহায্যে ডাটা টাইপ আগেই নির্ধারণ করেন সেক্ষেত্রে:–
bool
ডাটা টাইপ সেট করলে আউটপুট হিসেবেfalse
পাবেন।int
বাfloat
ডাটা টাইপ সেট করলে আউটপুট হিসেবে0
পাবেন।string
ডাটা টাইপ সেট করলে আউটপুট হিসেবেempty string ""
পাবেন।array
ডাটা টাইপ সেট করলে আউটপুট হিসেবেempty array {}
পাবেন।
$name;
var_dump((bool) $name); // bool(false)
var_dump((int) $name); // int(0)
var_dump((float) $name); // float(0)
var_dump((string) $name); // string(0) ""
var_dump((array) $name); // array(0) {}
$name;
var_dump((bool) $name); // bool(false)
var_dump((int) $name); // int(0)
var_dump((float) $name); // float(0)
var_dump((string) $name); // string(0) ""
var_dump((array) $name); // array(0) {}
Variable সম্পর্কে তথ্য কিভাবে পাবেন?
PHP-তে কিছু in-built function আছে যেগুলো দিয়ে আমরা একটি Variable সম্পর্কে তথ্য পেতে পারি। Variable এর ধরণ/টাইপ ও ভ্যালু/মান দেখা এবং যাচাই করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় var_dump() ফাংশনটি। আবার Variable এর শুধুমাত্র ডাটা টাইপ জানতে get_debug_type() ফাংশনটি ব্যবহৃত হয়। Variable এর ডাটা টাইপ নির্দিষ্ট কোন ধরণের কিনা তা যাচাই করার জন্য is_type()
সিরিজের ফাংশনগুলো ব্যবহৃত হয়।
সেক্ষেত্রে is_
এর পরে যে টাইপ সম্পর্কে জানতে চান তার keyword টা লিখুন, যেমন:– is_string()
, is_array()
, is_int()
ইত্যাদি।
$a_bool = true; // a bool
$an_int = 12; // an int
$an_float = 5.05; // a float
$a_str = "foo"; // a string
$a_str2 = 'foo'; // a string
echo get_debug_type($a_bool), "\n";
echo get_debug_type($a_str), "\n";
// If this is an integer, increment it by four
if (is_int($an_int)) {
$an_int += 4;
}
var_dump($an_int);
// If $a_bool is a string, print it out
if (is_string($a_bool)) {
echo "String: $a_bool";
}
$a_bool = true; // a bool
$an_int = 12; // an int
$an_float = 5.05; // a float
$a_str = "foo"; // a string
$a_str2 = 'foo'; // a string
echo get_debug_type($a_bool), "\n";
echo get_debug_type($a_str), "\n";
// If this is an integer, increment it by four
if (is_int($an_int)) {
$an_int += 4;
}
var_dump($an_int);
// If $a_bool is a string, print it out
if (is_string($a_bool)) {
echo "String: $a_bool";
}
আরো বিস্তারিত জানতে PHP Manual পড়ুন।
NULL
NULL ডাটা টাইপ হলো PHP-র unit data type, অর্থাৎ এই ডাটা টাইপের একটিই ভ্যালু, সেটি null
:–
<?php
$var = NULL;
echo $var;
<?php
$var = NULL;
echo $var;
ইতিপূর্বে খেয়াল করেছেন, uninitialized variable বা যেই variable এর ভ্যালু ডিফাইন করা হয়না – (undefined variable) – তার ভ্যালু হয় null
। তেমনিভাবে কোন variable এর উপর unset()
ফাংশন ব্যবহার করলে তার ভ্যালু তখন null
হিসেবে সেট হয়।
Booleans
(bool)
বুলিয়ান PHP-র একটি ডাটা টাইপ। এর ২টি মাত্র ভ্যালু:– true
ও false
। কোন একটি ভ্যালুর সত্য-মিথ্যা যাচাই করার জন্য এটি ব্যবহৃত হয়। একটি variable-কে PHP প্রোগ্রামিংয়ের ভাষায় সত্য বা মিথ্যা হিসেবে সেট করতে PHP-র true
ও false
constants ২টি ব্যবহৃত হয়। ২টি constants-ই case-insensitive, অর্থাৎ true
, True
, TRUE
ইত্যাদি আপনার ইচ্ছামত লিখতে পারবেন।
<?php
$foo = True; // assign the value TRUE to $foo
<?php
$foo = True; // assign the value TRUE to $foo
তবে ইতিপূর্বেই বলা হয়েছে, consistent code writing is the part of better programming.
আপনি চাইলে type casting-এর মাধ্যমে যেকোন ডাটা টাইপের ভ্যালুকে (bool)
বুলিয়ান ডাটা টাইপে কনভার্ট করতে পারেন।
<?php
var_dump((bool) ""); // bool(false)
var_dump((bool) "0"); // bool(false)
var_dump((bool) 1); // bool(true)
var_dump((bool) -2); // bool(true)
var_dump((bool) "foo"); // bool(true)
var_dump((bool) 2.3e5); // bool(true)
var_dump((bool) array(12)); // bool(true)
var_dump((bool) array()); // bool(false)
var_dump((bool) "false"); // bool(true)
<?php
var_dump((bool) ""); // bool(false)
var_dump((bool) "0"); // bool(false)
var_dump((bool) 1); // bool(true)
var_dump((bool) -2); // bool(true)
var_dump((bool) "foo"); // bool(true)
var_dump((bool) 2.3e5); // bool(true)
var_dump((bool) array(12)); // bool(true)
var_dump((bool) array()); // bool(false)
var_dump((bool) "false"); // bool(true)
যখন অন্য কোন ডাটা টাইপকে type casting করে (bool)
বুলিয়ান ডাটা টাইপে কনভার্ট করেন, নিন্মোক্ত ভ্যালুগুলো PHP তখন false
হিসেবে বিবেচনা করে:–
(bool)
বুলিয়ান ডাটা টাইপfalse
(int)
ইন্টেজার ডাটা টাইপ0
(শূণ্য)(float)
ফ্লোট ডাটা টাইপ0.0
বা-0.0
(শূণ্য দশমিক শূণ্য বা মাইনাস শূণ্য দশমিক শূণ্য)(string)
স্ট্রিং ডাটা টাইপ""
,''
(empty string) এবং"0"
(array)
ডাটা টাইপarray()
শূণ্য এরে(NULL)
ডাটা টাইপ নিজেই
অবশ্যই মনে রাখবেন, PHP
0
ছাড়া অন্য সকল নেগেটিভ বা পজেটিভ নাম্বারের মত-1
কেওtrue
ভ্যালু হিসেবে বিবেচনা করে। সাথে(resource)
ডাটা টাইপ এবংNAN (Not A Number)
সহ অন্য সবকিছুকেওtrue
ভ্যালু হিসেবে বিবেচনা করে।
Integers
(int)
PHP-র আরো একটি ডাটা টাইপ। এর মাধ্যমে Integer (পূর্ণসংখ্যা)-র কোন নাম্বারকে বুঝানো হয়ে থাকে।
PHP-তে Integer (পূর্ণসংখ্যা)-র কোন নাম্বারকে কয়েকভাবে লেখার সুযোগ আছে:–
- decimal (base 10) বা দশমিক নাম্বারের সাহায্যে, নাম্বারগুলো হল:— 0 থেকে 9 পর্যন্ত
- hexadecimal (base 16) বা হেক্সাডেসিমেল (ষোড়দশ গণনাপদ্ধতি) নাম্বারের সাহায্যে, নাম্বারগুলো হল:— 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত
- octal (base 8) বা অক্টাল (অষ্টক গণনাপদ্ধতি) নাম্বারের সাহায্যে, নাম্বারগুলো হল:— 0 থেকে 7 পর্যন্ত
- binary (base 2) বা বাইনারি (দুই সংখ্যাবিশিষ্ট) নাম্বারের সাহায্যে, নাম্বারগুলো হল:— 0 এবং 1
এখন এই নাম্বার সিস্টেমগুলোর সাহায্যে লেখা হলে তাকে ওই নাম্বারের দিকে সম্পৃক্ত করে notation নাম দেয়া হয়। যেমন: decimal বা দশমিক নাম্বারের সাহায্যে লিখলে তাকে বলে decimal notation ইত্যাদি।
সংখ্যাগুলোর পূর্বে (-) মাইনাস বা নেগেশন অপারেটর ব্যবহার করলে তা নেগেটিভ (int)-এ পরিণত হয়। আমরা PHP অপারেটর সম্পর্কে পরবর্তীতে জানব।
কোন notation কিভাবে লিখবেন?
decimal notation স্বাভাবিক সংখ্যা লেখার মতই লিখবেন।
<?php
$a = 1234; // decimal number
$a = -3030; // negative decimal number
<?php
$a = 1234; // decimal number
$a = -3030; // negative decimal number
octal notation লিখতে হলে সংখ্যাটি 0
দিয়ে শুরু করতে হবে। PHP 8.1.0 থেকে শুরুতে 0o
বা 0O
দিয়েও লেখার সুযোগ তৈরি হয়েছে।
<?php
$a = 0123; // octal number (equivalent to 83 decimal)
$a = 0o123; // octal number (as of PHP 8.1.0)
<?php
$a = 0123; // octal number (equivalent to 83 decimal)
$a = 0o123; // octal number (as of PHP 8.1.0)
hexadecimal notation লিখতে হলে সংখ্যাটি 0x
দিয়ে শুরু করতে হবে।
<?php
$a = 0x1A; // hexadecimal number (equivalent to 26 decimal)
<?php
$a = 0x1A; // hexadecimal number (equivalent to 26 decimal)
binary notation লিখতে হলে সংখ্যাটি 0b
দিয়ে শুরু করতে হবে।
<?php
$a = 0b11111111; // binary number (equivalent to 255 decimal)
<?php
$a = 0b11111111; // binary number (equivalent to 255 decimal)
PHP 7.4.0 অনুযায়ী আপনার (int) সংখ্যাগুলোতে _ (underscore) থাকলে কোন সমস্যা নাই। PHP's scanner কোড পড়ার সময় better readability-র জন্য এগুলোকে রিমুভ (অপসারণ) করে দেয়।
<?php
$a = 1_234_567; // decimal number (as of PHP 7.4.0)
<?php
$a = 1_234_567; // decimal number (as of PHP 7.4.0)
একটি (int) সংখ্যার সাইজ কত হতে পারে?
PHP-তে একটি (int) সংখ্যার সাইজ আসলে আপনি যে প্লাটফর্ম বা আর্কিটেকচার ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। এখানে খেয়াল করার একটি বিষয় হল, PHP C
বা Java
-র মত unsigned int
টাইপ সাপোর্ট করে না। যেহেতু শুধু signed int
সাপোর্ট করে, তাই PHP-তে 32-bit
-র আর্কিটেকচারে (int)-র সর্বোচ্চ সাইজ সাধারণত প্রায় ২ বিলিয়নের মত হয়। 64-bit
-র আর্কিটেকচারে যা প্রায় 9E18
-র সমান হয়। signed int
এবং unsigned int
সম্পর্কে বিস্তারিত জানতে গুগল করুন।
আপনার আর্কিটেকচার কতটুকু সাইজ ধারণ করতে পারে তা চেক করতে PHP_INT_SIZE constant ব্যবহার করতে পারেন। যেমন:- ম্যাক্সিমাম ভ্যালু বের করতে PHP_INT_MAX এবং মিনিমাম ভ্যালু বের করতে PHP_INT_MIN ব্যবহার করুন।
সীমার অধিক (int) (integer overflow) কি?
আপনার আর্কিটেকচার যতটুুকু (int) সাইজ ধারণ করতে পারে আপনার দেয়া সংখ্যার সাইজ তার বেশি হলে, তেমনিভাবে কোন অপারেশন বা ক্যালকুলেশন চালানোর ফলে আউটপুট সর্বোচ্চ (int) সাইজের বেশি হলে PHP ওই সংখ্যাকে (float) ডাটা টাইপে কনভার্ট করে দেয়। যেমন:–
Integer overflow on a 32-bit system
<?php
$large_number = 2147483647;
var_dump($large_number); // int(2147483647)
$large_number = 2147483648;
var_dump($large_number); // float(2147483648)
$million = 1000000;
$large_number = 50000 * $million;
var_dump($large_number); // float(50000000000)
<?php
$large_number = 2147483647;
var_dump($large_number); // int(2147483647)
$large_number = 2147483648;
var_dump($large_number); // float(2147483648)
$million = 1000000;
$large_number = 50000 * $million;
var_dump($large_number); // float(50000000000)
Integer overflow on a 64-bit system
<?php
$large_number = 9223372036854775807;
var_dump($large_number); // int(9223372036854775807)
$large_number = 9223372036854775808;
var_dump($large_number); // float(9.2233720368548E+18)
$million = 1000000;
$large_number = 50000000000000 * $million;
var_dump($large_number); // float(5.0E+19)
<?php
$large_number = 9223372036854775807;
var_dump($large_number); // int(9223372036854775807)
$large_number = 9223372036854775808;
var_dump($large_number); // float(9.2233720368548E+18)
$million = 1000000;
$large_number = 50000000000000 * $million;
var_dump($large_number); // float(5.0E+19)
(int) বা (float) এই ২টি ডাটা টাইপকেই PHP-তে
/
(division operator) দিয়ে ভাগ করা হয়। শুধু (int) ডাটা টাইপকে ভাগ করার জন্য আলাদা কোন অপারেটর PHP-তে নেই। এর অর্থ:– ২টি (int) সংখ্যাকে ভাগ করে ফলাফল যদি ভগ্নসংখ্যা হয় তখন তার ডাটা টাইপও (int) থেকে কনভার্ট হয়ে (float) টাইপে পরিণত হয়। যেমন:-
<?php
var_dump(25/7); // float(3.5714285714286)
<?php
var_dump(25/7); // float(3.5714285714286)
তবে রেজাল্ট টাইপও (int)-এ রাখতে চাইলে
intdiv()
ফাংশনের ব্যবহার বা type-casting করা যেতে পারে। তখন PHP ভগ্নসংখ্যার ভগ্নাংশটুকু ফেলে দিয়ে সেটাকে (int) হিসেবে আউটপুট দিবে।
<?php
var_dump(intdiv(25, 7)); // int(3)
var_dump((int) (25/7)); // int(3)
<?php
var_dump(intdiv(25, 7)); // int(3)
var_dump((int) (25/7)); // int(3)
আপনি চাইলে
round()
ফাংশন ব্যবহার করে একটি সুন্দর ভ্যালুতে কনভার্ট করতে পারেন।
<?php
var_dump(round(25/7)); // float(4)
<?php
var_dump(round(25/7)); // float(4)
type casting করে যেকোন ভ্যালুকে (int)
টাইপে রূপান্তর
ইতিপূর্বে আমরা দেখেছি, যেকোন ভ্যালুকে type casting-র মাধ্যমে (bool)
টাইপে কনভার্ট করা যায়। তেমনিভাবে যেকোন ভ্যালুকে (int)
টাইপেও কনভার্ট করা যায়। সেটা করতে (int)
, (integer)
অথবা intval()
ফাংশন ব্যবহার করুন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর প্রয়োজন পড়ে না; আপনার স্ক্রিপ্টই অটোমেটিকভাবে টাইপ নির্ধারণ করে দিতে পারে।
তবুও আসুন দেখি, type casting করলে আমরা কি ধরণের আউটপুট পেতে পারি।
যদি
resource
টাইপের ভ্যালুকেint
-এ কনভার্ট করেন, PHP তখন রান-টাইমে একটি unique resource numberresource
ডাটার সাথে এসাইন করে আউটপুট দেয়।
(bool)
বুলিয়ান ডাটাকেint
-এ কনভার্ট করলেfalse
ভ্যালুর আউটপুট হবে0
,true
হলে আউটপুট হবে1
।
(float)
থেকে(int)
-এ কনভার্ট করলে সেই সংখ্যার দশমিক অংশটুকু বাদ পড়ে যাবে। বাকিটুকু(int)
-এ কনভার্ট হয়ে আউটপুট হবে। খেয়াল রাখবেন, PHP 8.1.0 থেকে এমন কনভার্শন করলে আপনি একটি deprecation notice পাবেন।
<?php
function foo($value): int {
return $value;
}
var_dump(foo(8.1)); // "Deprecated: Implicit conversion from float 8.1 to int loses precision" as of PHP 8.1.0
var_dump(foo(8.1)); // 8 prior to PHP 8.1.0
var_dump(foo(8.0)); // 8 in both cases
var_dump((int)8.1); // 8 in both cases
var_dump(intval(8.1)); // 8 in both cases
<?php
function foo($value): int {
return $value;
}
var_dump(foo(8.1)); // "Deprecated: Implicit conversion from float 8.1 to int loses precision" as of PHP 8.1.0
var_dump(foo(8.1)); // 8 prior to PHP 8.1.0
var_dump(foo(8.0)); // 8 in both cases
var_dump((int)8.1); // 8 in both cases
var_dump(intval(8.1)); // 8 in both cases
(float)
সংখ্যাকে(int)
-এ কনভার্ট করতে গিয়ে আউটপুট যদি(int)
-এর সর্বোচ্চ সাইজকে অতিক্রম করে যায়, তখন রেজাল্ট হবেundefined
। কারণ(float)
ডাটা টাইপ(int)
-এর সঠিক রেজাল্ট যথাযথভাবে প্রদান করতে পারে না। এক্ষেত্রে আপনি কোন ওয়ার্নিং বা নোটিশও পাবেন না PHP থেকে।
NaN
এবংInfinity
কে(int)
-এ কনভার্ট করলে আউটপুট হবে0
।
কোন unknown fraction কে
(int)
-এ কনভার্ট করলে অপ্রত্যাশিত ফলাফল পেতে পারেন। যেমন:–
<?php
echo (int) ( (0.1+0.7) * 10 ); // echoes 7!
<?php
echo (int) ( (0.1+0.7) * 10 ); // echoes 7!
(string)
কে(int)
-এ কনভার্ট করার ক্ষেত্রে যদি পুরো(string)
টি Numeric (সংখ্যাভিত্তিক) হয় বা(string)
-এর শুরুটা কোন সংখ্যা দিয়ে হয় তখন ঐ সংখ্যাটি/সংখ্যাগুলো আউটপুট হিসেবে পাওয়া যাবে। তবে পুরোটা খাঁটি(string)
হলে আউটপুট0
হবে।
(null)
কে(int)
-এ কনভার্ট করলে আউটপুট হবে0
। তেমনিভাবে উপরোল্লিখিত টাইপ ছাড়া অন্য কোন টাইপ থেকে(int)
-এ কনভার্ট করলে রেজাল্ট হবেundefined
। সাথে মনে রাখবেন, পূর্বনির্ধারিত এ-জাতীয় কোন নিয়মের উপর নির্ভর করবেন না। ভবিষ্যতে যেকোন সময় এই নিয়ম পরিবর্তন হতে পারে।
Floating Point Numbers
floating point numbers (ভগ্নসংখ্যা) কে (float)
, (doubles)
বা (real numbers)
বলা হয়। এটি PHP-র আরো একটি ডাটা টাইপ।
নিম্নে দেয়া যেকোন একটি syntax ব্যবহার করে (float)
ডাটা টাইপ লেখা সম্ভব:–
<?php
$a = 1.234;
$b = 1.2e3;
$c = 7E-10;
$d = 1_234.567; // as of PHP 7.4.0
<?php
$a = 1.234;
$b = 1.2e3;
$c = 7E-10;
$d = 1_234.567; // as of PHP 7.4.0
(int)
-এর মত (float)
ডাটা টাইপেও 1টি (float)
সংখ্যার সর্বোচ্চ সাইজ প্ল্যাটফর্ম বা আর্কিটেকচারের উপর নির্ভর করে। তবে 64-bit
আর্কিটেকচারে সাধারণ ভ্যালু মোটামুটি প্রায় 1.8e308
-র মত। যা প্রায় 14 decimal digits
-র precision এর সমান। floating point precision সম্পর্কে বিস্তারিত জানতে গুগল করুন বা PHP Manual পড়ুন।
(float)
-এ type casting
(string)
সহ অন্যান্য সকল টাইপ থেকে (float)
-এ কনভার্ট করার ক্ষেত্রে (int)
-এ কনভার্ট করার নিয়মগুলোই প্রযোজ্য হয়।
(float)
Comparison
PHP-তে (float)
ডাটা টাইপকে internally যেভাবে উপস্থাপন করা হয় তার ভিত্তিতে ১টি (float)
-র সাথে অন্য আরেকটির equality (সমান-অসমান) চেক করা বেশ দুরূহ ১টি টাস্ক। তবুও machine epsilon বা unit roundoff-র সাহায্যে এই সীমাবদ্ধতা দূর করা সম্ভব। যেমন:–
$a and $b are equal to 5 digits of precision:
<?php
$a = 1.23456789;
$b = 1.23456780;
$epsilon = 0.00001;
if(abs($a-$b) < $epsilon) {
echo "true";
}
<?php
$a = 1.23456789;
$b = 1.23456780;
$epsilon = 0.00001;
if(abs($a-$b) < $epsilon) {
echo "true";
}
বিস্তারিত জানতে PHP Manual পড়ুন।
অনেকসময় numeric operations (যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির গণনা) চালানোর ফলে আপনি NAN
জাতীয় রেজাল্ট বা ভ্যালু পেতে পারেন। মনে রাখবেন, NAN
PHP-র একটি constant। floating-point calculations-এ এমন রেজাল্ট পাওয়ার অর্থ হল, ভ্যালুটি undefined অথবা উপস্থাপনযোগ্য নয়।
তাই এই NAN
ভ্যালুকে শুধুমাত্র true
ছাড়া নিজেকে নিজের সাথে বা অন্য কোন ভ্যালুর সাথে loose comparison (শুধুমাত্র ভ্যালুর মিল খোঁঁজা) অথবা strict comparison (ভ্যালুর সাথে টাইপের মিলও খোঁজা) যাই করেন না কেন, রেজাল্ট false
হবে। comparison সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো বিস্তারিত জানতে পারব।
এমনটা হওয়ার কারণ,
NAN
কোন একটি নির্দিষ্ট ভ্যালু ধারণ না করে বিভিন্ন রকমের ভ্যালু ধারণ করতে পারে, তাই অন্য ভ্যালুর সাথে বা নিজের সাথে তুলনা করে কখনোই প্রত্যাশিত রেজাল্ট পাওয়া যাবে না। বরং এমন ভ্যালু চেক করতেis_nan()
ফাংশন ব্যবহার করুন।
Strings
(string)
ও PHP-র একটি ডাটা টাইপ। Strings হচ্ছে একসাথে এক বা একাধিক অক্ষরের সম্মেলন। এক একটি অক্ষর একটি বাইটের (byte) সমান। তাই PHP শুধুমাত্র 256-character
character encoding সাপোর্ট করে, অতি জনপ্রিয় unicode
character encoding সাপোর্ট করে না। ডিটেইল জানতে Manual দেখুন।
32-bit
আর্কিটেকচারে একটি(string)
-র সর্বোচ্চ সাইজ 2GB(2147483647 bytes maximum)
পর্যন্ত হয়।
Strings Syntax
(string)
ডাটা চারটি ভিন্ন উপায়ে তৈরি করা যেতে পারে। এগুলোকে string literal
বলে। যেমন:–
single quoted (সিংগেল কোটেশনের ভেতর)
double quoted (ডাবল কোটেশনের ভেতর)
heredoc syntax (হিয়ার-ডক সিনট্যাক্স)
nowdoc syntax (নাউ-ডক সিনট্যাক্স)
Single quoted
একটি (string)
ডাটা তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো সিংগেল কোটেশনের ('')
ভেতর ভ্যালুগুলো লেখা।
আপনার
(string)
ডাটার অবস্থা যদি এমন হয় যে, সিংগেল কোটেশন('')
বা ব্যাকস্ল্যাশ(\)
ভ্যালু হিসেবে লেখার প্রয়োজন তখন escape character(\)
ব্যবহার করুন। নিচের কোডে উদাহরণ দেখুন।খেয়াল রাখবেন, সিংগেল কোটেশনে
('')
অন্যান্য escape sequences যেমন:–(\r)
,(\n)
ইত্যাদি স্বাভাবিক character হিসেবে বিবেচিত হবে। তখন এই(\)
character-টি ব্যাকস্ল্যাশ হিসেবে বিবেচিত হবে।তেমনিভাবে variable এর নাম লিখলে তাও স্বাভাবিক character হিসেবে বিবেচিত হবে। variable এক্সিকিউশন হয়ে তার ভ্যালু পাওয়া যাবে না। এমন কিছুর প্রয়োজন হলে আপনাকে
("")
ডাবল কোটেশন অথবাheredoc syntax
ব্যবহার করতে হবে। এটাকে string parsing or parsing variable বলে।
<?php
echo 'this is a simple string';
echo 'You can also have embedded newlines in
strings this way as it is
okay to do';
// Outputs: Arnold once said: "I'll be back"
echo 'Arnold once said: "I\'ll be back"';
// Outputs: You deleted C:\*.*?
echo 'You deleted C:\\*.*?';
// Outputs: You deleted C:\*.*?
echo 'You deleted C:\*.*?';
// Outputs: This will not expand: \n a newline
echo 'This will not expand: \n a newline';
// Outputs: Variables do not $expand $either
echo 'Variables do not $expand $either';
<?php
echo 'this is a simple string';
echo 'You can also have embedded newlines in
strings this way as it is
okay to do';
// Outputs: Arnold once said: "I'll be back"
echo 'Arnold once said: "I\'ll be back"';
// Outputs: You deleted C:\*.*?
echo 'You deleted C:\\*.*?';
// Outputs: You deleted C:\*.*?
echo 'You deleted C:\*.*?';
// Outputs: This will not expand: \n a newline
echo 'This will not expand: \n a newline';
// Outputs: Variables do not $expand $either
echo 'Variables do not $expand $either';
Escaped Sequence কি ও কেন?
PHP-র ডাটা টাইপের সাথে এর কোন সম্পর্ক নাই। তবে
(string)
ডাটা টাইপের সাথে এর সম্পর্ক আছে।
আমাদের কম্পিউটারে যেমনি আছে, তেমনি বাস্তব জীবনে এমন অনেক character বা entity আছে যেগুলো কি-বোর্ড বা অন্য কোন কিছুর সাহায্যে কোন প্রোগ্রামে ইনপুট দেয়া সম্ভব হয় না। আবার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কেন্দ্রিক কিছু নির্দিষ্ট character বা symbol থাকে যেগুলো ঐ প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি বিশেষভাবে তার Syntax হিসেবে বিবেচনা করে।
যেমন:- PHP-তে
(string)
ডাটা লিখতে গিয়ে কোটেশন ক্যারেক্টারের(''), ("")
ব্যবহার সঠিকমত না হলে আপনার প্রোগ্রাম ব্রেক হতে পারে।
এই সমস্যা সমাধানেই Escaped Characters বা Sequences-র প্রয়োজন হয়। এটি কম্পিউটার সায়েন্স বা অনেক প্রোগ্রামিং ল্যাংগুয়েজের একটি fundamental (বুনিয়াদি) বিষয়।
Escaped Characters-র উদাহরণ
Sequence | Meaning | ব্যাখ্যা |
---|---|---|
\n | linefeed (LF or 0x0A (10) in ASCII) | PHP integrated সিস্টেমে আউটপুট দেখলে কন্টেন্টকে নতুন লাইনে পুশ করে (একটি নিউ লাইন প্রিন্ট করে)। তবে ব্রাউজারে আউটপুট দেখলে নতুন লাইন পাওয়া যাবে না। সেক্ষেত্রে nl2br() ফাংশন ব্যবহার করতে হবে। |
\r | carriage return (CR or 0x0D (13) in ASCII) | কম্পিউটারের Enter key বা টাইপ-রাইটারের carriage return key চাপার মত আউটপুট আসবে। |
\t | horizontal tab (HT or 0x09 (9) in ASCII) | tab key -র কাজ করে। তবে হরিজন্টালি (বাম থেকে ডানে বা ডান থেকে বামে)। |
\v | vertical tab (VT or 0x0B (11) in ASCII) | ভার্টিক্যালি (উপর থেকে নিচে) tab key -র কাজ করে। |
\e | escape (ESC or 0x1B (27) in ASCII) | Esc key -র কাজ করে। |
\\ | backslash | (\) (ব্যাকস্ল্যাশ)-র কাজ করে। |
\$ | dollar sign | ($) (ডলার সাইন)-র কাজ করে। যেহেতু PHP-তে ডলার সাইন ($) দিয়ে ভ্যারিয়েবল ইনিশিয়েট করা হয়। |
(\"), \' | double-quote or single-qoute | ডাবল কোটেশন ("") অথবা সিংগল কোটেশন ('') ক্যারেক্টার escape করার প্রয়োজনে ব্যবহৃত হয়। |
এছাড়াও আরো অনেক Escaped Sequences আছে।
Double quote
(string)
ডাটাকে ডাবল কোটেশন ("")
-র ভেতরে লিখলে তা Double quote string syntax।
Double quote string syntax-র অনেক সুবিধা আছে। যেমন:- Escaped Sequences-র ব্যবহার। পাশাপাশি ("")
-র ভেতর টেক্সট ভ্যালুগুলোর সাথে কোন variable এর নাম লিখলে তা এক্সিকিউট হয়ে variable এর ভ্যালুটা পাওয়া যায়।
Heredoc syntax (হিয়ার-ডক সিনট্যাক্স)
(string)
ডাটা লেখার তৃতীয় উপায় হল হিয়ার-ডক সিনট্যাক্স (Heredoc syntax)।
Heredoc syntax লেখার পদ্ধতি:
(<<<)
এটি Heredoc syntax operator। প্রথমে এই অপারেটরটি দিতে হবে, অতঃপর একটি identifier দিতে হবে, তারপর(string)
ডাটাগুলো দিতে হবে এবং সর্বশেষে ঐ একই identifier দিয়ে শেষ করতে হবে।closing identifier-র আগে এক বা একাধিক
space
অথবাtab
দেয়া যাবে। মনে রাখবেন, লাইনের যেখান থেকে closing identifier-টি শুরু হবে; সেখান থেকে নিয়ে পরবর্তীতে যতগুলো character,space
অথবাtab
দিবেন সেগুলো PHP(string)
ভ্যালু হিসেবে রিজার্ভ করবে এবং সেভাবেই প্রিন্ট হবে। এর আগে যদি কোনspace
অথবাtab
দেন, তা আউটপুটে প্রিন্ট হবে না বরং ডিলেট হয়ে যাবে। তবে closing identifier যেখান থেকে শুরু হয়েছে তার আগে যদি কোন character বা(string)
ডাটা দেন, তাহলে PHP Parse error পাবেন। তাই indentation করার সময় খেয়াল রাখতে হবে। PHP 7.3.0-র আগে closing identifier-কে অবশ্যই নতুন লাইনের প্রথম কলামে লিখতে হতো।Heredoc syntax-র identifier নাম আপনি আপনার পছন্দমতো দিতে পারেন। তবে PHP-র অন্যান্য identifier বা label-র মত এক্ষেত্রেও নামকরণের জন্য কিছু নিয়ম (naming conventions) আপনাকে ফলো করতে হবে। যেমন:–
শুধুমাত্র লেটার বা
(_)
আন্ডারস্কোর ছাড়া কোন সংখ্যা বা বিশেষ চিহ্ন দিয়ে identifier-র নাম শুরু করা যাবে না।শুধুমাত্র
(_)
আন্ডারস্কোর বা alphanumeric: "alpha" (মানে letters), "numeric" (মানে numbers) characters ছাড়া কোন বিশেষ চিহ্ন,space
বা এ-জাতীয় identifier নামের ভেতর থাকতে পারবে না।identifier নাম capital letter or small letter দুটোতেই হতে পারে। তবে PHP capital letter-এ লিখতে আপনাকে উৎসাহ দেয়।
Basic Heredoc example as of PHP 7.3.0:-
<?php
// no indentation
echo <<<END
a
b
c
\n
END;
// 4 spaces of indentation
echo <<<END
a
b
c
END;
<?php
// no indentation
echo <<<END
a
b
c
\n
END;
// 4 spaces of indentation
echo <<<END
a
b
c
END;
উপরোক্ত উদাহরণে END
হল Heredoc identifier।
Closing identifier-র indentation সঠিক না হওয়ায় PHP Parse error example:-
<?php
echo <<<END
a
b
c
END;
<?php
echo <<<END
a
b
c
END;
indentation-এর জন্য tab key
এবং space key
উভয়টাই ব্যবহার করা যায়। তবে (string)
ভ্যালুর বডিতে অথবা Closing identifier-এ tab
এবং space
মিক্স করে একসাথে ব্যবহার করলে PHP-র অনেক ভার্সনে Parse error পেতে পারেন। তাই indentation-এর জন্য যেকোন একটি ব্যবহার করুন এবং consistent থাকুন।
Different indentation for body, closing identifier Parse error example:-
<?php
// All the following code do not work in some version of PHP.
// different indentation for body (spaces) ending marker (tabs)
{
echo <<<END
a
END;
}
// mixing spaces and tabs in body
{
echo <<<END
a
END;
}
// mixing spaces and tabs in ending marker
{
echo <<<END
a
END;
}
<?php
// All the following code do not work in some version of PHP.
// different indentation for body (spaces) ending marker (tabs)
{
echo <<<END
a
END;
}
// mixing spaces and tabs in body
{
echo <<<END
a
END;
}
// mixing spaces and tabs in ending marker
{
echo <<<END
a
END;
}
PHP 7.3.0-র পর থেকে Closing identifier-এর শেষে সেমিকোলন (;)
বা নিউ লাইন দেয়া জরুরী নয়। বরং array syntax ব্যবহার করে আপনি আরো ডাটা ইনপুট দিতে পারেন। খেয়াল রাখবেন,array syntax ব্যবহার না করলে অবশ্যই সেমিকোলন (;)
দিবেন। অন্যথায় Parse error পাবেন। যেমন:-
Continuing an expression after a closing identifier:-
<?php
$values = [<<<END
a
b
c
END, 'd e f'];
var_dump($values);
<?php
$values = [<<<END
a
b
c
END, 'd e f'];
var_dump($values);
array syntax নিয়ে আমরা পরবর্তীতে জানব।
খেয়াল রাখবেন, identifier-এর নাম যেন
(string)
-র ভ্যালু না হয়। হলে Parse error পাবেন।Closing identifier in body of the string tends to cause ParseError:-
php<?php $values = [<<<END a b END ING END, 'd e f'];
<?php $values = [<<<END a b END ING END, 'd e f'];
তাই খেয়াল রাখবেন,
(string)
ডাটা যেন identifier নাম না হয়।বিশেষ নোট:— PHP 7.3.0-র আগে Closing identifier-র লাইনে শুধুমাত্র সেমিকোলন
(;)
ছাড়া অন্য কিছু ব্যবহারের সুযোগ ছিল না। ফলে Closing identifier-র পূর্বে কোন স্পেস, ট্যাব দেয়া অথবা সেমিকোলনের পরে কোন স্পেস, ট্যাব দেয়ার সুযোগ ছিল না। সাথে Closing identifier-টি একটি নিউ লাইনে লিখতে হত। এমনটা না হলে PHP Closing identifier-কে খুঁজতে থাকত এবং শেষে Parse error দিত।Invalid example, prior to PHP 7.3.0:-
php<?php class foo { public $bar = <<<EOT bar EOT; } // Identifier must not be indented
<?php class foo { public $bar = <<<EOT bar EOT; } // Identifier must not be indented
Valid example, even prior to PHP 7.3.0:-
php<?php class foo { public $bar = <<<EOT bar EOT; }
<?php class foo { public $bar = <<<EOT bar EOT; }
Heredoc ডাটাগুলোর ব্যবহার double-quoted string-র (ডাবল কোটেশন) মতই হয়। পার্থক্য হল, Heredoc-এ quotes (''), ("")
লিখতে escape sequence-র প্রয়োজন পড়ে না। যদিও অন্য escape sequence-গুলো ঠিকই কাজ করে। তেমনি parsing variables এরও সুযোগ আছে।
Heredoc string quoting example
<?php
$str = <<<EOD
Example of string
spanning multiple lines
using heredoc syntax.
EOD;
$name = 'MyName';
echo <<<EOT
My name is "$name".
This should print a capital 'A': \x41, with the value of the variable \$str: \n$str
EOT;
<?php
$str = <<<EOD
Example of string
spanning multiple lines
using heredoc syntax.
EOD;
$name = 'MyName';
echo <<<EOT
My name is "$name".
This should print a capital 'A': \x41, with the value of the variable \$str: \n$str
EOT;
opening Heredoc identifier-কে ডাবল কোটেশনের ভেতর লেখার সুযোগ আছে।
Using double quotes in Heredoc:-
<?php
echo <<<"FOOBAR"
Hello World!
FOOBAR;
<?php
echo <<<"FOOBAR"
Hello World!
FOOBAR;
Nowdoc syntax
ব্যবহারগত দিক থেকে nowdoc syntax (নাউ-ডক সিন্ট্যাক্স) আর সিংগল কোটেশন ('')
একইরকম, যেমন herodoc syntax আর ডাবল কোটেশন ("")
একইরকম। nowdoc syntax-য়ে সিংগল কোটেশন ('')
-র মতই parsing variable এবং escaping sequences-র সুযোগ নাই। তবে syntax লেখার ধরণ herodoc syntax-র সাথে বেশ মিলে যায়।
Nowdoc syntax লেখার পদ্ধতি:–
herodoc syntax-র সাথে মিল থাকলেও কিছুটা ভিন্নতা আছে। দুটির syntax operator একই,
(<<<)
এটি। তবে পার্থক্যটা হল, opening nowdoc identifier-কে সিংগল কোটেশন('')
-র ভেতর লিখতে হয়।মিলগত আরো একটি দিক হল, herodoc syntax-র সব rules nowdoc syntax-য়েও প্রয়োগ হবে। বিশেষ করে closing identifier কেন্দ্রিক যে rules আছে।
herodoc syntax আর ডাবল কোটেশন ("")
-র ভেতরের মিল ইতিপূর্বেই আলোচনা হয়েছে।
Nowdoc string quoting example:-
<?php
echo <<<'EOD'
Example of string spanning multiple lines
using nowdoc syntax. Backslashes are always treated literally,
e.g. \\ and \'.
EOD;
<?php
echo <<<'EOD'
Example of string spanning multiple lines
using nowdoc syntax. Backslashes are always treated literally,
e.g. \\ and \'.
EOD;
Nowdoc string quoting example with variables:-
<?php
$str = <<<'NOWDOC'
Example of string
spanning multiple lines
using heredoc syntax.
NOWDOC;
$name = 'MyName';
echo <<<'ANOTHER_NOWDOC'
My name is "$name".
This should print a capital 'A': \x41, with the value of the variable \$str: \n$str
ANOTHER_NOWDOC;
<?php
$str = <<<'NOWDOC'
Example of string
spanning multiple lines
using heredoc syntax.
NOWDOC;
$name = 'MyName';
echo <<<'ANOTHER_NOWDOC'
My name is "$name".
This should print a capital 'A': \x41, with the value of the variable \$str: \n$str
ANOTHER_NOWDOC;
Variable parsing কি?
ডাবল কোটেশন ("")
এবং heredoc syntax-এ ভ্যারিয়েবল নাম প্রদান করলে নাম প্রিন্ট না হয়ে যখন সরাসরি তার ভ্যালু প্রিন্ট হয়, তাকে আমরা variable parsing বলতে পারি।
variable parsing করার ২টি syntax আছে।
Simple syntax
এই syntax-টি বহুল ব্যবহৃত এবং সহজ। variable, an array value, or an object property — যাইহোক, খুব সহজেই এই syntax দিয়ে সেগুলো parsing করা সম্ভব।
PHP যখন
(string)
ডাটার ভেতর কোন($)
ডলার সাইন দেখবে, – যাকে (escape sequences) ব্যবহার করে (escaped) করা হয়নি – তখনই সে তার পরবর্তী অক্ষরগুলোকে ভ্যারিয়েবল নাম মনে করে তাকে parse করার চেষ্টা করতে থাকবে। এজন্য উত্তম হল, ভ্যারিয়েবল নামকে($)
ডলার সাইনসহ{}
কার্লি ব্রেসের ভেতরে রেখে PHP parser-কে ভ্যারিয়েবলের শুরু এবং শেষ বোঝানো। অন্যথায় সঠিক রেজাল্ট ব্যাহত হতে পারে। যেমন:–php<?php $juice = "apple"; echo "He drank some $juice juice.".PHP_EOL; // Unintended. "s" is a valid character for a variable name, so this refers to $juices, not $juice. echo "He drank some juice made of $juices."; // Explicitly specify the end of the variable name by enclosing the reference in braces. echo "He drank some juice made of {$juice}s.";
<?php $juice = "apple"; echo "He drank some $juice juice.".PHP_EOL; // Unintended. "s" is a valid character for a variable name, so this refers to $juices, not $juice. echo "He drank some juice made of $juices."; // Explicitly specify the end of the variable name by enclosing the reference in braces. echo "He drank some juice made of {$juice}s.";
একইভাবে array index বা object property-ও parse করা সম্ভব। যখন আমরা array or object সম্পর্কে জানব, তখন সেখানে উদাহরণ দেখব।
Complex (curly) syntax
Complex syntax মানে এই নয় যে এর syntax কঠিন। বরং এই syntax-এর সাহায্যে
string
ডাটার ভেতরে complex expressions লেখা যায়।এই syntax-এও
string
ডাটার ভেতরে scalar variable (শুধুমাত্র একটি ভ্যালু ধারণ করে এমন ভ্যারিয়েবল), array element or object property লিখে তা parse করা যায়। তবে এর বিশেষত্ব হল, যে expression-গুলোstring
ডাটার বাইরে সাধারণত লেখা হয় তা এই syntax-এর সাহায্যে — তথা{}
কার্লি ব্রেসের মধ্যে দিয়ে —string
ডাটার ভেতরেও লেখা সম্ভব।
{}
কার্লি ব্রেসগুলোকে escape করা যায় না। তাই PHP যখন opening curly brace ({
)-র সাথে সাথেই$
(ডলার সাইন) দেখে তখন সেটাকে সে Complex syntax হিসেবে বিবেচনা করে।তাই opening curly brace (
{
)-র পর যদি কোন স্পেস বা অন্য কিছু থাকে তখন সে কার্লি ব্রেসকে স্বাভাবিক অক্ষর হিসেবে গ্রহণ করে।php<?php // Show all errors error_reporting(E_ALL); $great = 'fantastic'; // Works, outputs: This is fantastic echo "This is {$great}"; // complex syntax // Won't work, outputs: This is { fantastic} echo "This is { $great}"; // not complex
<?php // Show all errors error_reporting(E_ALL); $great = 'fantastic'; // Works, outputs: This is fantastic echo "This is {$great}"; // complex syntax // Won't work, outputs: This is { fantastic} echo "This is { $great}"; // not complex
simple অথবা complex উভয় syntax-এ
string
ডাটার ভেতরে যদি$
(ডলার সাইন) লেখার প্রয়োজন দেখা দেয় তখন escape sequence ব্যবহার করতে হবে। যেমন:–{\$
।array element or object property কেন্দ্রিক উদাহরণ আমরা নির্দিষ্ট টপিকে দিয়ে দেখব। তবে আপনি চাইলে ম্যানুয়াল পড়তে পারেন।
বিশেষত্ব বোঝার উদাহরণ:–
php<?php // Works, quoted keys only work using the curly brace syntax (i.e. complex syntax) echo "This works: {$arr['key']}"; // try to remove the braces // Works only in simple syntax echo "This works: $arr[key]"; // see the difference by making it like $arr['key']
<?php // Works, quoted keys only work using the curly brace syntax (i.e. complex syntax) echo "This works: {$arr['key']}"; // try to remove the braces // Works only in simple syntax echo "This works: $arr[key]"; // see the difference by making it like $arr['key']
string
ডাটা access and modification by character
string
ডাটাকে array
-র মত ব্যবহার করা যায়। array element-গুলো এক্সেস করার জন্য array indexing যেমন 0 (শূণ্য) সংখ্যা দিয়ে শুরু হয় যাকে zero-based offset বলে, তেমনি string
ডাটাতে থাকা character-গুলোর প্রতিটি character-কে এক একটি array element বিবেচনা করে zero-based offset-র সাহায্যে এক্সেস করা যায় এবং ভ্যালু পরিবর্তন করা যায়। array element এক্সেস করতে []
(ব্রাকেট নোটেশন) ব্যবহার হয়, তেমনি string character এক্সেস করতেও []
(ব্রাকেট নোটেশন) ব্যবহার হয়। যেমন:- $str[42]
, যা $str
ভ্যারিয়েবলে স্টোর করা string
ডাটার ৪৩তম ক্যারেক্টারকে এক্সেস করে।
string
ভ্যালু এক্সেস করার বিকল্প উপায় হল substr()
ফাংশন। তেমনি string
ভ্যালু পরিবর্তন করার বিকল্প উপায় হল substr_replace()
ফাংশন। এই ফাংশন দুটির মাধ্যমে একের অধিক character এক্সেস বা পরিবর্তন করা যায়। ব্রাকেট নোটেশনে একবারে মাত্র একটি character এক্সেস বা পরিবর্তন করা যায়।
PHP 7.1.0 নেগেটিভ সংখ্যার অফসেটকেও সাপোর্ট করে। তখন
string
ভ্যালুকে তার শেষ থেকে এক্সেস করা যায়। এর আগের ভার্সনগুলোতে নেগেটিভ সংখ্যার অফসেট ব্যবহার করলে PHP দুই ধরণের Error Reporting করে। reading-র জন্য E_NOTICE আর writing-র জন্য E_WARNING। Error Reporting নিয়ে আমরা সামনে জানব।PHP 8.0.0-র আগে
string
ভ্যালু কার্লি ব্রেসের {} সাহায্যেও এক্সেস করা যেত। যেমন:-$str{42}
। তবে PHP 7.4.0 ভার্সন থেকে এটার ব্যবহার অনিয়মিত হয় এবং PHP 8.0.0 ভার্সন থেকে এটা আর সাপোর্টেড নয়।কিছু গুরুত্বপূর্ণ নোট:–
ধরুন, আপনার
string
ভ্যালুর মোট পরিমাণ ৫টি character। আপনি ভ্যালু সেট করতে গিয়ে offset দিলেন মোট পরিমাণ থেকে বেশি, যেমন:-$str[9] = 'i';
। এখন কি হবে? PHP আপনার নির্ধারণ করে দেয়া অফসেটেই ঐ ভ্যালুটি সেট করবে। কিন্তু কিভাবে? offset ৫ থেকে নিয়ে ৮ পর্যন্ত সে নিজ থেকে স্পেস যোগ করে দিবে। যাতে ৫ থেকে ৮ পর্যন্ত যে গ্যাপটি তৈরি হয়েছে তা পূর্ণ হয় এবং আপনি আপনার দেয়া ইন্সট্রাকশনের আউটপুট ঠিকমত পান। PHP কতটা forgiving তাইনা বলুন!আবার ধরুন, offset হিসেবে আপনার একটি
int
(0-9) সংখ্যা দেয়ার কথা। আপনার মর্জি হল,float
(1.0) সংখ্যা দেয়ার বা আপনি সংখ্যা দিলেন ঠিকই কিন্তুstring
('1') আকারে। কি হবে? PHP তার সাধ্যমত চেষ্টা করবে সেটাকেint
-এ কনভার্ট করার এবং সে অনুযায়ী আউটপুট দেয়ার। Oh PHP! you beauty!কিন্তু আপনিও নাছোড়বান্দা। আপনি illegal offset type ব্যবহার করলেন মানে offset হিসেবে array or object দিয়ে দিলেন। কি হবে? এইবার PHP আপনারে সহজে ছাড়বে না। সে আপনাকে E_WARNING Error দেবে।
আপনি তো একজন ক্রিয়েটিভ মানুষ। তাই আপনি
string
ভ্যালুর একটি character পরিবর্তন করতে গিয়ে বিপরীতে একটিমাত্র character না দিয়ে একাধিক character দিয়ে বসলেন। কি হবে? ঐ একাধিক character থেকে শুধুমাত্র first character-টিই পরিবর্তিত জায়গায় বসবে। বাকিগুলো রিমুভ হয়ে যাবে। জানেনই তো, PHP কতটা forgiving!আপনার ক্রিয়েটিভিটি এখানেই শেষ হয়নি। ফলে
string
ভ্যালু সেট করতে গিয়ে নির্দিষ্ট offset দিয়ে ডাটা হিসেবে আপনি দিলেন empty string। যেমন:-$str[4] = '';
। PHP 7.1.0 এবং পরবর্তী ভার্সনগুলো আপনার এই ক্রিয়েটিভিটি মেনে নেবে না। বরং fatal error দিবে। আর কত বলুন? যদিও আগের ভার্সনগুলো ঐ ক্ষেত্রে ভ্যালু হিসেবেNULL
সেট করে দিত। কিন্তুNULL
জিনিসটা তো ভাল কিছু নয়। তাই অনেক ধরণের সমস্যা তৈরি হত তখন। এ-কারণে PHP 7.1.0 থেকে আপনার এই ধরণের কাজকে সমর্থন করেনা।
array
ডাটা টাইপে একটি সুবিধা আছে, সেটা হল আপনি চাইলে empty index operator ব্যবহার করেarray
এর ভ্যালু সেট করতে পারবেন। যেমন:-php<?php $myArray = []; // Initialize an empty array $myArray[] = "Element 1"; // This appends "Element 1" to $myArray $myArray[] = "Element 2"; // This appends "Element 2" to $myArray print_r($myArray); // Outputs the content of the array
<?php $myArray = []; // Initialize an empty array $myArray[] = "Element 1"; // This appends "Element 1" to $myArray $myArray[] = "Element 2"; // This appends "Element 2" to $myArray print_r($myArray); // Outputs the content of the array
এখন
string
ভ্যালুগুলোকে আমরাarray
এর মতই এক্সেস করতে পারি। এমতাবস্থায় আপনার যদি ইচ্ছা জাগে যে আপনি প্রথমে একটা empty string Initialize করবেন তারপর empty index operator দিয়ে ভ্যালু সেট/এক্সেস করবেন; কি হবে? PHP 7.1.0 এবং পরবর্তী ভার্সনগুলো আপনাকে fatal error দিবে। আগের ভার্সনগুলো আপনার ইচ্ছার মূল্যায়ন করেstring
-কে বিহাইন্ড দা সিনarray
-তে কনভার্ট করে নিত।
চলুন কিছু উদাহরণ দেখি:–
<?php
// Get the first character of a string
$str = 'This is a test.';
$first = $str[0];
// Get the third character of a string
$third = $str[2];
// Get the last character of a string.
$str = 'This is still a test.';
$last = $str[strlen($str)-1];
// Modify the last character of a string
$str = 'Look at the sea';
$str[strlen($str)-1] = 'e';
<?php
// Get the first character of a string
$str = 'This is a test.';
$first = $str[0];
// Get the third character of a string
$third = $str[2];
// Get the last character of a string.
$str = 'This is still a test.';
$last = $str[strlen($str)-1];
// Modify the last character of a string
$str = 'Look at the sea';
$str[strlen($str)-1] = 'e';
illegal offset ব্যবহার করার উদাহরণ:–
<?php
$str = 'abc';
var_dump($str['1']);
var_dump(isset($str['1']));
var_dump($str['1.0']);
var_dump(isset($str['1.0']));
var_dump($str['x']);
var_dump(isset($str['x']));
var_dump($str['1x']);
var_dump(isset($str['1x']));
<?php
$str = 'abc';
var_dump($str['1']);
var_dump(isset($str['1']));
var_dump($str['1.0']);
var_dump(isset($str['1.0']));
var_dump($str['x']);
var_dump(isset($str['x']));
var_dump($str['1x']);
var_dump(isset($str['1x']));
শুধুমাত্র
string
ডাটা টাইপই arrays এর মত আচরণ করতে পারে। arrays or objects ডাটা টাইপের ভ্যালু([])
ব্রাকেট নোটেশন এবং({})
অবজেক্ট নোটেশনের মাধ্যমে এক্সেস করা যায়। কিন্তু অন্য ডাটা টাইপকেstring
এর মত([])
ব্রাকেট নোটেশন বা({})
অবজেক্ট নোটেশনের মাধ্যমে এক্সেস করার চেষ্টা করলে রেজাল্টnull
আসবে।
প্রয়োজনীয় string
operators and functions
string
ডাটা concatenate করতে মানে একটি string
ভ্যালুর সাথে অন্য একটি জোড়া লাগাতে (.)
ডট অপারেটর ব্যবহৃত হয়। (+)
(addition) অপারেটর দিয়ে এই কাজ হবেনা। বিস্তারিত জানতে String operators নিয়ে পড়ুন।
string manipulation এর জন্য string functions section পড়ুন।
URL strings ভিত্তিক ফাংশনগুলো জানতে চাইলে functions for URL strings নিয়ে পড়ুন। URL encrypt/decrypt এর জন্য পড়ুন (Sodium) এবং (Hash)।
ক্যারেক্টার টাইপ নিয়ে জানতে character type functions দেখুন।
type cast করে string
এ রূপান্তর প্রক্রিয়া
কোন ভ্যালুকে string
এ রূপান্তর করতে হলে ভ্যালুর পূর্বে (string)
লিখে type cast করা যেতে পারে, অথবা strval()
ফাংশন ব্যবহার করা যেতে পারে।
যে expression scope এর ভেতর শুধুমাত্র string
ডাটার প্রয়োজন হয়, সেখানে String conversion অটোমেটিক হয়। যেমন:- echo
বা print
ফাংশন, অথবা যখন কোন Variable-কে string
ডাটার সাথে তুলনা (compare) করা হয়। আরো ভালোভাবে বুঝতে Types, Type Juggling এবং settype()
ফাংশন সম্পর্কে জানুন।
(bool) true
string
-এ কনভার্ট হলে তার ভ্যালু হবে (string) "1"
। আর false
কনভার্ট হবে (empty string) ("")
-এ।
int
ও float
ডাটা টাইপকে string
-এ কনভার্ট করলে ভ্যালুগুলো numeric format থেকে textual format-এ রূপান্তরিত হবে। Floating point numbers-কে exponential notation (4.1E+6) ব্যবহার করেও string
-এ কনভার্ট করা যায়।
PHP 8.0.0 থেকে
float
ডাটা প্রকাশ করার জন্য period বা (.) ডট চিহ্নই (e.g., 3.14) decimal point character হিসেবে সব জায়গায় বিবেচিত হবে। আগের ভার্সনগুলিতে script এর locale setting এর LC_NUMERIC ক্যাটাগরিতে যা সেট করা থাকত তাই decimal point character হিসেবে বিবেচিত হত।setlocale()
এর মাধ্যমে সেটা সেট করা যেত।
array
ডাটা টাইপকে string
-এ কনভার্ট করলে রেজাল্ট সবসময় textual format-এ ("Array"
), এটাই পাবেন। তাই echo
বা print
করলে এই ভ্যালুই দেখতে পাবেন। Array ডাটা স্ট্রাকচার দেখতে পাবেন না। Array এর single element দেখতে হলে array key/index construction ব্যবহার করতে হবে। যেমন:- echo $arr['foo'];
। Array, object or resource নিয়ে বিস্তারিত তথ্য দেখতে হলে print_r()
বা var_dump()
ফাংশন ব্যবহার করতে হবে।
object
-কে string
-এ কনভার্ট করতে অবশ্যই magic method __toString()
ব্যবহার করতে হবে। magic method সহ object
নিয়ে আমরা সামনে জানব।
(resource)
ডাটা টাইপকে string
-এ কনভার্ট করলে তা সবসময় একটি নির্দিষ্ট structure-এ কনভার্ট হবে। structure-টি হল:- "Resource id #1"
, যেখানে 1 একটি unique resource number নির্দেশ করে। script টি execution হওয়ার পর থেকে লাইফটাইমের জন্য ঐ unique resource number টি PHP তার runtime-এ Resource ডাটার সাথে সেট করে দিবে। এই unique number টি অন্য কোন Resource
ডাটার সাথে আর সেট করবে না। এত সুবিধা থাকার পরও এই ধরণের স্ট্রাকচারের উপর ভরসা করা উচিত নয়। কারণ ভবিষ্যতে এই স্ট্রাকচারে পরিবর্তন হতেই পারে।
null
-কে string
-এ কনভার্ট করলে রেজাল্ট হবে (empty string) ("")
।
অনেক PHP values-কে স্থায়ীভাবে স্টোর করে রাখতে কখনো কখনো string
-এ কনভার্ট করা হয়। এই প্রক্রিয়াকে serialization বলে। এটি করতে serialize()
ফাংশনটি ব্যবহার করতে হয়।
string
এর আরো ডিটেইলস জানতে পড়ুন Details of the String Type।