Skip to content

শুরুর পদক্ষেপ

PHP এর ইতিহাস

PHP একটি প্রোগ্রামিং ভাষা। এটি মূলত সার্ভার-সাইড স্ক্রিপ্টিং-এর জন্য ব্যবহৃত হয়। PHP শব্দটির পূর্ণরূপ:- Personal Home Page, পূর্বে এটি এই নামেই পরিচিত ছিল। তবে বর্তমানে এর ফুল মিনিং হচ্ছে Hypertext Preprocessor (হাইপার-টেক্সট প্রি-প্রসেসর)। ১৯৯৩ সালে ড্যানিশ-কানাডিয়ান প্রোগ্রামার রাসমাস লেডর্ফ এটি সৃষ্টি করেন এবং ১৯৯৫ সালে সবার জন্য উন্মুক্ত করে দেন।

অতএব, PHP একটি বহুল ব‍্যবহৃত ওপেন সোর্স ল‍্যাংগুয়েজ। পিএইচপি ডেভলপমেন্ট টিম, জেন্ড টেকনোলজি এবং পিএইচপি ফাউন্ডেশন — যাদেরকে একসাথে PHP Group নামে অভিহিত করা হয় তারা বর্তমানে এই ভাষাটির রক্ষণাবেক্ষণ, রিসার্চ এন্ড ডেভলপমেন্টসহ যাবতীয় উন্নয়নমূলক কর্মকান্ড করে থাকেন। PHP’র বর্তমান ভার্সন 8.3। PHP নিয়ে আরো বিস্তারিত জানতে PHP Wiki পড়ুন।

ফ্রন্ট-এন্ড ওয়েবের অবিচ্ছেদ্য অংশ JavaScript এর মত PHPও একটি Dynamically Typed Language। যার অর্থ, PHPতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হলে কোন ধরণের ডাটা টাইপ প্রদান করার প্রয়োজন পড়ে না। রানটাইমে PHP Interpreter ভ্যারিয়েবলের ভ্যালু বুঝে ডাটা টাইপ নিজে থেকেই সেট করে দেয়। যদিও ডেভলপাররা চাইলে নিজে থেকেও সেট করে দিতে পারে।

PHP দিয়ে যেমনিভাবে ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন তৈরি করা যায়। তেমনিভাবে ডাটাবেস ম্যানেজমেন্টও করা যায়। পাশাপাশি HTML, CSS, JavaScript বা XML ইত্যাদির ভেতর খুব ফ্লেক্সিবলি PHP কোড লিখে একটি সার্ভারের সাহায্যে রান করে যেকোন ধরণের ছোট থেকে ছোট, বড় থেকে বড় এপ্লিকেশন তৈরি করা সম্ভব।

যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখার জন্য অফিশিয়াল ডকুমেন্টেশনের কোন বিকল্প নাই। তাই PHP শিখতে অবশ্যই PHP Manual পড়ুন। সাথে সাথে স্টান্ডার্ড PHP কোড লিখতে PHP FIG (PHP Framework Interoperability Group) কমিউনিটির The PHP Standard Recommendation (PSR) গুলো পড়ে সেগুলো অনুসরণ করার চেষ্টা করুন।

Released under the MIT License.