C++ ল্যাংগুয়েজের কমেন্ট স্টাইলের মত এক লাইনের কমেন্ট ("one-line" comment)। // এটা দিয়ে সিংগেল লাইন কমেন্ট করা হয়। যেমন:-
php
<?phpecho'This is a test'; // This is a one-line c++ style comment
<?phpecho'This is a test'; // This is a one-line c++ style comment
এই "one-line" comment স্টাইল দিয়ে একটি লাইনের শেষ পর্যন্ত অথবা current block of PHP code এর শেষ পর্যন্ত (যেটা আগে আসে) কমেন্ট করা যায়। তাই // ... ?> বা # ... ?> এমন PHP code block এর পর যদি কোন HTML কোড থাকে সেটা আউটপুটে প্রিন্ট হবে। ?> এটি PHP কোডের শেষ বোঝায়, তাই এর পর থেকে HTML কোড শুরু হয়ে যায়। // বা # এই ২টি এই নিয়মের পরিবর্তন ঘটাতে পারেনা।
HTML
<h1>This is an <?php # echo 'simple';?> example</h1><p>The header above will say 'This is an example'.</p>
<h1>This is an <?php # echo 'simple';?> example</h1><p>The header above will say 'This is an example'.</p>
C ল্যাংগুয়েজের কমেন্ট স্টাইলের মত মাল্টিপল লাইন কমেন্ট। এর জন্য ব্যবহৃত হয় /* */।
php
<?php/* This is a multi line comment yet another line of comment */echo'This is yet another test';/* More complex example, with variables. */
<?php/* This is a multi line comment yet another line of comment */echo'This is yet another test';/* More complex example, with variables. */
এই কমেন্ট স্টাইলটি একটার ভেতরে আরেকটা দিয়ে nest করা যাবেনা। কারণ প্রথম */ এই চিহ্নটি দেয়ার সাথে সাথেই মাল্টিপল লাইন কমেন্ট শেষ বলে ধরে নেয়া হবে। এরপরে যতগুলো আসবে সব এরর থ্রো করবে।
php
<?php/* echo 'This is a test'; /* This comment will cause a problem */*/
<?php/* echo 'This is a test'; /* This comment will cause a problem */*/
Unix shell-style (Perl style) এর comment। # হ্যাশ সাইন দিয়ে করতে হয়। এটিও সিংগেল লাইন কমেন্ট বা "one-line" comment এর মত কাজ করে।
php
<?phpecho'One Final Test'; # This is a one-line shell-style comment
<?phpecho'One Final Test'; # This is a one-line shell-style comment
পিএইচপি মৌলিক
Comments
PHP ৩ ধরণের কমেন্ট স্টাইল সাপোর্ট করে।
C++
ল্যাংগুয়েজের কমেন্ট স্টাইলের মত এক লাইনের কমেন্ট ("one-line" comment)।//
এটা দিয়ে সিংগেল লাইন কমেন্ট করা হয়। যেমন:-C
ল্যাংগুয়েজের কমেন্ট স্টাইলের মত মাল্টিপল লাইন কমেন্ট। এর জন্য ব্যবহৃত হয়/* */
।Unix shell-style
(Perl style) এর comment।#
হ্যাশ সাইন দিয়ে করতে হয়। এটিও সিংগেল লাইন কমেন্ট বা "one-line" comment এর মত কাজ করে।Edit This Page